
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ নির্বাচনী এলাকার জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড.মোঃইকবাল হোসেন ভূঁইয়া বলেন, মানবিক ও সুখী সমৃদ্ধ আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত সোনারগাঁ উপজেলা গড়তে চাই,
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে থেকে বিকাল পর্যন্ত সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নিযয়ে শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরহোগলা গনসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন প্রিন্সিপাল ড.মোঃইকবাল হোসেন ভূঁইয়া।
সোনারগাঁ উপজেলা জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে চর হোগলা বালুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। এ আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন- ইনশাআল্লাহ, আমি একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে পারব।
অতীতের সকল গ্লানি মুছে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এ দেশের মানুষ পরিবর্তন চায়। এ পরিবর্তন হবে জামায়াতের হাত দিয়েই।
জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা আপোষ করবো না। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।
এই সময় উপজেলা সেক্রেটারি মো:আসাদুল ইসলাম মোল্লা, শম্ভুপুরা তদারক কারী মো:সাহ আলম খন্দকার, ইউনিয়ন সভাপতি মো:বশির আহমেদ, সেক্রেটারী মো:জাকির হোসেন সহ আরো উপস্থিত ছিলেন মো: ইয়াসিন মুন্সি,মো: শাহাবুদ্দিন, মো: মেহেদী হাসান,মো:জহিরুল ইসলাম, মো: ইব্রাহিম খলিল,মো: বাদল,মো: শাহীন, মো: মামুন, মো: করিম মো: সাইফুল সহ গণসংযোগ এ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।