
সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারী কলোনির অস্ত্রধারী 'শীর্ষ সন্ত্রাসী' নাদিমকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ । বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নাদিমকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাবের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৮ জুন র্যাব-১১ আদমজী বিহারী কলোনিতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় নাদিমের তালাবদ্ধ ঘর থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ৮৪টি পুরিয়া গাঁজা, ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির থান কাপড়, একটি ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা। ওই অভিযানের সময় নাদিম পালিয়ে গেলেও তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অভিযোগ আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, অভিযুক্ত নাদিমের (২২) নির্দিষ্ট কোনো পেশা নেই। সে এলাকার একজন অস্ত্রধারী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে সে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করতো।