নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ জুলাই ২০২৫

৫ আগস্ট খতমে কুরআন, গণজমায়েত এবং বিজয় মিছিল সফল করতে

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জরুরি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৬, ২৭ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জরুরি সভা অনুষ্ঠিত

স্মরণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আগামী ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে খতমে কুরআন, দোয়া, গণজমায়েত এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠান সফল করতে আজ নগর কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নুর হোসেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন,  জুলাই গণঅভ্যুত্থান যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে সংঘটিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি তাদের স্মরণ এবং দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। কাজেই জুলাই যোদ্ধাদের স্মরণীয় রাখতে আমাদের এ আয়োজন।

উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান।

 

সম্পর্কিত বিষয়: