
বন্দরে কাজ করতে গিয়ে নূর হোসেন (৪৫) নামে এক ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নূর হোসেন সুদূর ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারিগঞ্জ এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন আবুল ডকইয়ার্ডে এ ঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ দ্রুত শীতলক্ষ্যা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, নূর হোসেন মিয়া দীর্ঘদিন ধরে আবুল ডকইয়ার্ডে কাজ করে আসছিল। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুর ২টায় উল্লেখিত ডকইয়ার্ডে কাজ করার সময় নূর হোসেন নদীতে পড়ে যায় ।নদীতে স্রোত এবং পানি বেশি থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে বিকাল ৫টায় স্থানীয় লোকজন নদীতে লাশ দেখতে পেয়ে সদর নৌ থানা পুলিশ সংবাদ দেয়। পরে নৌ পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রাখে।
নিহত ডকইয়ার্ড শ্রমিক নূর হোসেন হার্ট ও লিভারের রোগে দীর্ঘ দিন ধরে আক্রান্ত ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডকইয়ার্ড শ্রমিক ষ্টোক করে নদীতে পরে গিয়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে। ###