
জনসম্মুখে শক্তির মহড়া দেওয়ার সময় বন্দরে ৩ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো ৩ দুষ্কৃতিকারী। পুলিশ গ্রেপ্তারকৃত ৩ দুষ্কৃতিকারী কাছ থেকে নগদ ১১'শ টাকা জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ থানার গোয়ালদী এলাকার মৃত হক মিয়ার ছেলে রাজীব হোসেন (২৯) বন্দর থানার পশ্চিম কেওঢালা এলাকার মৃত জহির মিয়ার ছেলে মাসুদ (৩০) ও দক্ষিন চাঁনপুর এলাকার নুরুল হক মিয়ার ছেলে মিলন (৩০)।
পলাতক দুষ্কৃতিকারীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মুইচ্ছা কালাম মিয়ার ৩ ছেলে অপু (২০) দীপু (৩৫) ও মুন্না (২৮)।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মাহমুদ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে বন্দর থানায়
এ মামলা রুজু করেন। যার মামলা নং- ২০(৭)২৫ ধারা- ৪(১)২৫। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ১০টায় বন্দর উপজেলার মদনপুর আল বারাকা হাসপাতালের ছোট ব্রীজের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ধামগড় ফাঁড়ি এসআই মাহমুদ আলমসহ সঙ্গীয় ফোর্স বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতিকারীরা জনসম্মুখে শক্তির মহড়া দেওয়ার জন্য মদনপুর আল বারাকা হাসপাতালের সামনে ছোট ব্রীজের উপর অবস্থান করছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে এসে রাজীব, মাসুদ ও মিলন নামে ৩ দুষ্কৃতিকারীকে জব্দকৃত নগদ ১১'শ টাকাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই।