নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৯, ১৭ জুলাই ২০২৫

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জ সাদেক (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার  (১৭ জুলাই ) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা এলাকার ফয়সালের বাড়ি থেকে এই  মরদেহ উদ্ধার করা হয়। 

 সাদেক নেত্রকোনার জেলার কেন্দ্রুয়া থানার নদিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।  তিনি রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে যথারীতি  ঘরে ঘুমাতে যান সাদেক। দুপুরেও আশেপাশের লোকজন  তাকে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ এসে এই যুবকের মরদেহ উদ্বার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

 রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  নিরঞ্জন সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল  হাসপাতাল মর্গে পাঠায়।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

সম্পর্কিত বিষয়: