
সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মামলার আসামি মো. সাইমুন (৩৫) নিজ বাসা থেকে আটক হয়েছেন।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় মেজর আফসান (৭ ফিল্ড আর্টিলারি) এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত সাইমুন সিদ্ধিরগঞ্জ আইলপাড়া এলাকার আব্দুর রহমান সেন্টুর ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার বাসা থেকে কোনো অস্ত্র বা মাদক উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃত সাইমুনকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধে পূর্বের অস্ত্র মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।