
বন্দরে নারী মাদক কারবারিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার মৃত জহিরুল মিয়ার মেয়ে সাজিয়া আফরীন (৪০) ও একই এলাকার সম্ভু মিস্ত্রী ছেলে সুজন (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এস আই শহিদুল ইসলাম বাদী গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩১(৭)২৫।
ধৃতদের শনিবার (২৬ জুলাই) উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।