নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ জুলাই ২০২৫

বন্দরে জাপা নেতা স্বপন চন্দ্র দাস গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪০, ২৬ জুলাই ২০২৫

বন্দরে জাপা নেতা স্বপন চন্দ্র দাস গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে জাতীয় পার্টি নেতা স্বপন চন্দ্র দাস (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বপন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার মৃত দেবন্দ্র চন্দ্র দাসের ছেলে।

গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় শনিবার (২৬ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বন্দর খেয়াঘাটে মারামারি ঘটনায় বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি  ৫৯৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলায় ১৯৭ জনের  নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।