
বন্দরে ব্যবসায়ী ব্যবসায়ী মাকসুদুল হাসান মুন্নার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে হাফিজুল গং। শনিবার (২৬ জুলাই) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া চৌধুরীগাও এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাকসুদুল হাসান মুন্না বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ চৌধুরীগাও এলাকার মৃত তোফাজ্জল হোসেন মিয়ার ছেলে মাকসুদুল হাসান মুন্না সাথে একই এলাকার মৃত হাজী মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে হাফিজুল ইসলাম ও তার দুই ছেলে মোঃ সবুজ এবং রফিকুল ইসলাম ওরফে বিপ্লবের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল।
উক্ত বিরোধের জের ধরে শনিবার বেলা ১২টায় একই এলাকার হাফিজুল ইসলাম ও তার দুই ছেলে সবুজ ও রফিকুল ইসলাম ওরফে বিপ্লব, মা আশুরা বেগম (৫০), কন্যা শিমা বেগম (৪৫) এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ব্যবসায়ী মুন্নার ভোগদখলকৃত পৈত্রিক বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা সংঘবদ্ধভাবে ঘরে ঢুকে আসবাবপত্র জোরপূর্বক বের করে দেয় এবং মুন্নাকে ও তার পরিবারের সদস্যদের মারমুখী ভঙ্গিতে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাননাশের হুমকি প্রদান করে।