
বন্দর থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মানিক মিয়ার ছেলে দেলোয়ার (৩২) একই এলাকার মৃত দিদার মিয়ার ছেলে জনী (৩৫) একই এলাকার মৃত নওশর মিয়ার ছেলে মনির (৪৭) এনায়েতনগর এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে শাহীন (৫৩) ও সুদূর টাঙ্গাইল জেলার দেলদোয়া থানার নান্দুরিয়া এলাকার মৃত সামছুল মিয়ার ছেলে আসলাম (৩২)।
পুলিশ আটককৃত জুয়ারীদের পুলিশ আইনের ৩৪ ধারায় রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই) গভীর রাতে বন্দর থানার রুপালী আবাসিক এলাকার ৫নং গল্লি পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।