নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ জুলাই ২০২৫

বন্দরে মেহেদী হত্যা মামলার এজাহারভূক্ত নারী আসামিসহ গ্রেপ্তার ২  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৩, ২৭ জুলাই ২০২৫

বন্দরে মেহেদী হত্যা মামলার এজাহারভূক্ত নারী আসামিসহ গ্রেপ্তার ২  

বন্দরে আধিপত্য ও স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী  হত্যা মামলার আরো  ২ এজাহারভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর হাফেজীবাগ এলাকার কামাল হোসেনের ছেলে রিফাত (২৫) ও বন্দর দত্তবাড়ী এলাকার মৃত মোস্তফা মিয়ার স্ত্রী শিল্পী ওরফে টাকলা শিল্পী বেগম (৪৭)।

পুলিশ গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৪১(৬)২৫।

উল্লেখ্য, গত ২১ জুন শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই  রাতে সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয় ।