নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

আরেকটি যুদ্ধ বাকি আছে সেটি হবে দূর্নীতির বিরুদ্ধে : মাও. মঈনুদ্দিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪৪, ২৫ জুলাই ২০২৫

আরেকটি যুদ্ধ বাকি আছে সেটি হবে দূর্নীতির বিরুদ্ধে : মাও. মঈনুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, আমাদের আমীরে জামায়াত বলেছেন আরেকটি যুদ্ধ বাকি আছে সেটি হবে দূর্নীতির বিরুদ্ধে।

চব্বিশের আন্দোলনের পরে এমন একটি বাংলাদেশ কেউই প্রত্যাশা করেনি। কুরআনের আইন বাস্তবায়ন হলে দেশে আর দখলদারিত্ব, চাদাঁবাজি, লুণ্ঠন থাকবেনা। বন্দরে মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত এ সড়কটিতে ৫৪ কোটি টাকা খরচ করলেও এখন বেহাল দশা, কি পরিমাণ লুটপাট করেছে এবার বুজেন। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে নাসিক ১৭নং ওয়ার্ড পাইকপাড়া শান্তিনগর এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন । 

এসময় তিনি আরো বলেন কুরআনের আলোকে সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। দেশে ইসলামের বিজয় সেদিনই হবে যেদিন সংসদে কুরআনের আইন বাস্তবায়ন হবে। 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুূদ্দিন মনির, নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর আক্তারুজ্জামান, থানা সেক্রেটারি সাইদুর রহমান। 

১৭ নং ওয়ার্ড দক্ষিন সভাপতি কারী গোলাম মাওলা সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ওয়ার্ড সভাপতি ছিলেন মো তমিজউদ্দিন,পেশাজীবী সংগঠনের থানা সেক্রেটারি মো, কাউসার সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।