
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার, আড়াই হাজার পৌরসভা বিএনপি'র সভাপতি মাহমুদুল্লাহ, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দলের জেলা সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা তাঁতি দলের সভাপতি এডভোকেট শুক্কুর মাহমুদ প্রমুখ।
আগামী পহেলা সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাইনবোর্ড এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি করার সিদ্ধান্ত হয়েছে। সকালে ২০২২ সালে প্রতিষ্ঠের বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শাওনের কবরে ফাতেয়া পাঠ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাবেন নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধান ২০২২ সালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে পুলিশের গুলিতে যে স্থানটিতে শহীদ হয়েছিলেন সে স্থানটিতে একটি স্মৃতি ফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সভায় অঙ্গসংগঠন সমূহকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণের তাগাদা দিয়েছেন তিনি।
দল প্রতিষ্ঠার ইতিহাস, এযাবৎকালের কল্যাণমুখী কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে কর্মসূচি গ্রহণের জন্য তিনি জোর দেন।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী থানা ও পৌরসভা এলাকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, মৎস্য অবমুক্ত করণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।