নারায়ণগঞ্জের প্রবীণ বিএনপি নেতা অসুস্থ জামাল উদ্দিন কালু তার স্ত্রী মহানগর মহিলা দল নেত্রী রাশিদা জামাল ও পুত্র মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদের শারিরীক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। রবিবার (২৪ আগষ্ঠ) দুপুরে তিনি তাদের বাসায় গিয়ে খোঁজ খবর নেন।
এ সময় জামাল উদ্দিন কালু উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জ বিএনপির চরম দুঃসময়ে এটিএম কামালের যে অবদান তা ভুলার নয়। দল ও জিয়া পরিবারের জন্য তিনি যেভাবে নিজের জীবন বাজি রেখেছে তা সাধারণ মানুষের মনে গেথে রয়েছে। নারায়ণগঞ্জ বিএনপি’র কর্মী সমর্থকদের হৃদয়ে এটিএম কামালের স্থান সব সময়ই থাকবে।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নিকট আমার আকুল আবেদন যেন খুব দ্রুতই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলে ফিরিয়ে আনা হয়। কারন এটিএম কামাল দলের পরিক্ষিত একজন কর্মী। দল প্রেমী এই লোকটিকে বর্তমান পরিস্থিতিতে দলের প্রয়োজনেই ফিরিয়ে আনা অতন্ত্য জরুরি।
এসময় এটিএম কামাল বলেন, দলের দুঃসময়ে জামাল উদ্দিন কালু পরিবারের ভূমিকাও অনেক। আন্দোলন সংগ্রাম সফল করার জন্য কালু ভাইয়ের বাসস্থানেই আমাদের গোপন বৈঠকগুলো করতাম। সে সময় দলের জন্য কালু পরিবার যে ঝুঁকি নিয়েছেন সে কথা আমি কৃতজ্ঞ চিত্তে স্বরণ করি।


































