নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১১, ২২ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের দোয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে নগরীর ডিআইটি এলাকার বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর কোথায় ছিলেন? আজকে বড় কথা বলেন। বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে ছিলো।

বিএনপি যদি আন্দোলন না করতো তাহলে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হতো না। সুতরাং বিএনপিকে কটাক্ষ করে কথা বলার কোন সুযোগ নেই। বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান নিয়েছে।

তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎতে এদেশে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান।

পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

‎‎সদর থানা জিসাস এর সভাপতি আসাদুল হাসান বিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম রেজার সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল মজিদ প্রান্তিক, তরুন দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি, নারায়নগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি ইকবাল মাহমুদ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর জামান, সোহেল মাহমুদ এর সন্তান মোহাম্মদ প্রীতিভ মাহমুদ, সদর জিসাস সিনিয়র সহ-সভাপতি মেজবাহ তাহসিন, সহ-সভাপতি তাহমিদ আবরার আলিফ, সাইফুল ইসলাম সাজ্জাদ, মোস্তফা ফয়সাল, আজমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন ভূঁইয়া, মাসুক মুসতাক নাফি, সাফিওন জিসাদ, সাংগঠনিক সম্পাদক প্রীতিক মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হিমেল, দপ্তর সম্পাদক সাহফিন আহমেদ, প্রচার সম্পাদক হিমু আহমেদ, সহ প্রচার সম্পাদক ফয়সাল ও রিশাদ খান সহ অসংখ্য নেঊৃবৃন্দ।