নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

 শেষ দিনে হুমায়ুন-আনোয়ার পরিষদের জমজমাট প্রচারণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৮, ২৬ আগস্ট ২০২৫

 শেষ দিনে হুমায়ুন-আনোয়ার পরিষদের জমজমাট প্রচারণা

শেষ হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ দিনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী সমর্থকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপি সমর্থিত হুমায়ুন-আনোয়ার প্যানেলের পক্ষে দিনভর প্রচারণা চলে নারায়ণগঞ্জের আদালত পাড়ায়। কখনো মিছিল সহকারে, কখনো প্রার্থীদের চেম্বারে চেম্বারে গিয়ে নীল প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন তারা।

এদিন প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ প্রার্থী এবং কর্মী-সমর্থকরা আইনজীবীদের দুয়ারে দুয়ার গিয়ে ভোট প্রার্থনা করেন এবং আদালত পাড়ায় মিছিল সহকারে গণসংযোগ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হানসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।