নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

হুমায়ূন আনোয়ার পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৯, ২৬ আগস্ট ২০২৫

হুমায়ূন আনোয়ার পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

হুমায়ূন আনোয়ার পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । ‎মঙ্গলবার ( ২৬ আগষ্ট ) সন্ধ্যায় বাধন কমিউনিটি সেন্টারে এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচ এম আনোয়ার প্রধান প্যানেল পরিচিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী। 

‎‎প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন ‎শেখ হাসিনা পতনে অনেক বেশি ভূমিকা রেখেছিলো আইনজীবিরা। এ উৎসব সবার মধ্যে বিরাজমান থাকবে। এ প্যানেল বিজয়ে খালেদা জিয়া আনন্দিত হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুশি হবেন।

কারন সুপ্রিম কোর্ট, ঢাকার পরে নারায়ণগঞ্জকে প্রায়োরিটি দিয়ে থাকি। এই প্যানেল দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল। ওনারা শুধু প্রতীক। এ বিষয় জাতীয়তাবাদীদের বিজয়।
‎‎
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু সঞ্চালনায়  ‎এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সভাপতি পদপ্রার্থী এড. সরকার হুমায়ুন কবির, সাধারন সম্পাদক পদপ্রার্থী এড. এইচ এম আনোয়ার প্রধান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, বিজ্ঞ আইনজীবী এড. রফিক আহমেদ, পিপি এড. আবুল কালাম আজাদ জাকির, পিপি এড. খোরশেদ আলম মোল্লা, এড. সাদ্দাম হোসেন, এড. ওমর ফারুক নয়ন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব এড. কাজী আবদুল গাফফার, এড. হেলাল উদ্দিন সরকার, এড. আনিসুর রহমান মোল্লা সহ অসংখ্য আইনজীবীবৃন্দ।

সম্পর্কিত বিষয়: