
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ২০২৩ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ঘোষনা করেন।
ঐ সময় যে ফ্যাসীবাদী সরকার রাষ্ট্র পরিচালনায় দ্বায়িত্বে ছিলেন, তারা যে দূর্ণীতি এবং দুঃশাসন প্রতিষ্ঠিত করেছিলো সেটা মুক্ত করে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি উপলব্ধি করেছিলেন, দেশকে বাঁচাতে হলে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।
মানবাধিকার, বিচার ব্যবস্থা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন।
সে লক্ষ্যেই আমরা মানুষের কাছে যাচ্ছি। যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পায় তাহলেই আগামী দিনে ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।