
সিদ্ধিরগঞ্জে উৎসবমূখর পরিবেশে সানারপাড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় মাঠে সানারপাড় বর্ণালী সংসদের আয়োজনে এবং সানারপাড় ফুটবল একাডেমীর উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে সানারপাড় জননী সুপার শপ একাদশকে ট্রাইবেকারে হারিয়ে নিমাইকাশারী ভাই-বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার আপ দলকে ২৫ হাজার টাকার প্রতিকি চেক তুলে দেয়া হয়।
সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, বর্ণালী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য সুমন মুন্নার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি পরিচালনা করেন, করিম, জামাল, সোহেল, শাহজালাল, সফর, সাগর, ইরান, পলাশ, কাইয়ুম, দিদার, পাভেল, আসিফ, হৃদয়, তাপু, মোহাম্মদ, হাসিব, শান্ত, শিমুল, রোহান, রাব্বী, নিরব, মিঠুন, মেহেদী ও সামিন।
এসময় আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, সানারপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক কাজী ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, সামিয়া গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, রহমান শপিং কমপ্লেক্সের পরিচালক মো: মালু, হাজী মো: ইয়াছিন, বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন, শ্রমিদল নেতা ইয়াকুব আলী, বিশিষ্ট সমাজ সেবক মো: তাজু, দিপু, শাহজালালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুমন মুন্না জানান, মাদকসহ নানান অপরাধ কর্মকান্ড থেকে যুবসমাজকে রক্ষার তাগিদে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কারণ খেলাধুলায় মগ্ন থাকলে যুবসমাজ ভালো থাকবে। যুবকরাই আগামী দিনে এলাকার উন্নয়নমূখী কার্যক্রমে সম্পৃক্ত হবে।