নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি ইমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ২ ডিসেম্বর ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি ইমন গ্রেপ্তার

বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত মাদক কারবারি ইমন বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মামুন মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(১২)২৫।

ধৃতকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত ৪টায় বন্দর থানার মাহামুদনগরস্থ হাজী গোলজার হার্ডওয়ার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারি ইমন দীর্ঘ দিন ধরে মাহামুদনগর, দড়ি সোনাকান্দা ও সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।