নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে মাসদাইর পতেঙ্গার মোড় এলাকার মাঠে জেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

‎‎এ সময়  মশিউর রহমান রনি বলেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ্য। তিনি এমন একজন আপোষহীন নেত্রী যে কিনা নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথা ভেবেছেন। কখনো ভোগবিলাস বা নিজের স্বার্থের কথা চিন্তা করেন নি। এজন্য তিনি জেল খেটেছেন, সন্তান হারিয়েছেন কিন্তু তবুও দেশের প্রশ্নে কখনো আপোষ করেন নি।

‎তিনি আরও বলেন, যখন তিনি কারাগারে ছিলেন তখন বিভিন্নভাবে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অথচ দেখুন আজকে আল্লাহ তাঁকে কতটুকু সম্মান প্রদান করেছেন। সারাদেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই তাঁর সুস্থ্যতার জন্য দোয়া করছে। 

এখানে কোরআনের পাখিরা আছে, ইমাম সাহেব আছেন এছাড়াও উপস্থিত সকলের কাছে আমি অনুরোধ করবো আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। যাতে করে খুব দ্রুত সুস্থ্য হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।

‎‎এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, রুপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, আশরাফ মোল্লা, মশিউর রহমান শান্ত, ইসমাইল মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎‎বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।