নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৩, ৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির দোয়া

ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে  ফতুল্লার দাপাইরাকপুরস্থ মসজিদ গলিতে ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজন করা  দোয়া ও মিলাদ মাহফিলে ফতুল্লা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুনের সভাপতিত্বে  দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব এস,এম ইব্রাহিম,ফতুল্লা থানা কৃষক দলের আহবয়াক শাহ আলম পাটোয়ারী।

এছাড়া অন্যানদের ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালি,লাল মামুন, রাসেল, দিপু,,বাদল প্রধান, সৈকত,হারুনুর রশীদ সহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়াও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করেছেন। তাঁর অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।”

নেতাকর্মীরা আরও বলেন, “যে মা গণতন্ত্রের জন্য জীবনভর কারাবরণ করেছে, নির্যাতন সহ্য করেছে, তাঁর সুস্থতা শুধু দলের নয়, সমগ্র দেশের মানুষের প্রত্যাশা।”
 

সম্পর্কিত বিষয়: