নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৪ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে ডায়াবেটিক দিবস উপলক্ষে র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ১৭ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে ডায়াবেটিক দিবস উপলক্ষে  র‌্যালি

ডায়াবেটিসের ঝূঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের ১ যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।বৈরী হাওয়া উপেক্ষা করে বন্দরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে থেকে বাদ্য বাজানা সহকারে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও  নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা: ফারুক হোসেন। র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন  নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হযরত আলী রিপন, সহ সাধারণ সম্পদক মিয়া শহিদ, বন্দর সোনালী অতীত ক্লাবের সভাপতি আমান উল্লাহ আমান, সেক্রেটারি মানিক, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটারের সভাপতি রাসেল, আব্দুল আজিজ, বিসমিল্লাহ সমবায় সমিতির মুখপাত্র মোবারক হোসেন সরকার, সুভাষ চন্দ্র, সমমনা প্লাটফর্মের মুখপাত্র নজরুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, ফারিয়া বন্দর শাখার সভাপতি রিফাত, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচের সমন্বয়ক সাংবাদিক শরীফ সুমন, হোসেনপুর হাইস্কুল ৯৫ ব্যাচের রফিকুল ইসলাম মোস্তাক প্রমুখ। র‌্যালিতে নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার, বন্দর সোনালী অতীত ক্লাব, সমমনা প্লাটফর্ম, বিসমিল্লাহ সমবায় সমিতি, ফারিয়া বন্দর শাখা, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ, হোসেনপুর হাইস্কুল ৯৫ ব্যাচ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়।

ডা. ফারুক হোসেন বলেন, ডায়াবেটিস যদিও মারাত্মক একটি রোগ তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এর ঝূঁকি সম্পর্কে জানতে হবে। আমাদের পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটার অভ্যাস, কায়িক পরিশ্রম, সচেতনতার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে জানার কোন বিকল্প নেই।

সম্পর্কিত বিষয়: