নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

ইন্টারনেট ব্যবসায়ীদের হুমকি ও  গ্রাহক দখলের পায়তারা বন্ধের দাবিতে মানববন্ধন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৩, ২৫ আগস্ট ২০২৪

ইন্টারনেট ব্যবসায়ীদের হুমকি ও  গ্রাহক দখলের পায়তারা বন্ধের দাবিতে মানববন্ধন 

নারায়ণগঞ্জ জেলার সকল থানার বিভিন্ন ক্যাটাগরির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এর ব্যবসায়ীদের বিভিন্ন সময় নানা রকম হুমকি ও ইন্টারনেট গ্রাহক দখলের পায়তারা বন্ধের ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। 

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলার সকল শ্রেনীর বৈধ লাইসেন্সধারী ইন্টারনেট ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবদ সরকারের নিয়মনীতি মেনেই ইন্টারনেট সেবা দিয়ে আসছি।

বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জ এর অনেক বাবসায়ীকে বিভিন্ন রকমভাবে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণ নাশের হুমকি দিয়ে কোন ধরণের ব্যবসায়ীক নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকার দলীয় এমপি পুত্রের জেড এন আইটি নামক একটি কোম্পানীর কাছে থেকে একচেটিয়া সংযোগ নিতে বাধ্য করা হয়। যার ফলে যেমন উচ্চ মূল্য দিয়ে ইন্টারনেট ব্যান্ডউইথ ক্রয় করতে হয়েছিল তেমনি গ্রাহক সেবায়ও তৈরি হয়েছিল মারাত্মক অসন্তোষ। এমন অবস্থা চলতে থাকলে জরুরী এই সেবা প্রদান করতে আমরা ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাবো।

অসংখা ছাত্র ও সাধারণ মানুষের আত্ম ত্যাগের বিনিময়ে দেশ আজ নতুন ভাবে স্বাধীনতার স্বাদ লাভ করেছে। দেশের এমন গৌরবময় সময়ে এসেও জেলার বিভিন্ন স্থানে একক ভাবে কিছু অসাধু এবং লোভী মানুষ পূর্বের ন্যায় আমাদের ঘাম রক্ত ঝড়িয়ে তিলে তিলে গড়া যেই ব্যবসাটা দ্বার করিয়েছি সেটা দখল করে নেয়ার পায়তারা করছে। গ্রাহক সেবার কোন তোয়াক্কা বা ধার এরা কখনই ধারে না।

একক ভাবে এলাকা দখল বা বিভিন্ন বাড়ি দখল করে সেবা দেয়ায় গ্রাহক সেবা না পেয়ে পছন্দের ইন্টারনেট সংযোগটি বেছে নিতে পারছেন না। যার ফলে অনেক ফ্রি-লেন্সার শিক্ষক শিক্ষার্থী ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসা বাড়ির গ্রাহকরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। এতে করে এসব জিম্মিকারি ব্যবসায়ীরা সরকারের উদ্দেশ্য ও লক্ষ ব্যহত করছে এবং সামাজিক অস্থিরতার জন্ম দিচ্ছে।

উপরোক্ত সমস্যা ছাড়াও যারা অসৎ ভাবে একচেটিয়া এলাকা দখল করে ইন্টারনেট সেবা দিচ্ছে তারা অনেক সময় বৈধ ও পরিচ্ছন্ন ইন্টারনেট ব্যবসায়ীর নেটওয়ার্কের মালামাল চুরি ও ক্ষতি সাধন করছে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালামাল যেহেতু বিদেশ থেকেই ৯০% আমদানি করতে হয়। এমন অসাধু জিম্মিকারি ব্যবসায়ীর জন্য অনেক বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। যা দেশের অর্থনীতির গতি সচল রাখার অন্তরায়।

তাই উপরোল্লেখিত সার্বিক অবস্থা বিবেচনা করে অত্র জেলার ইন্টারনেট ব্যবসায়ী ও গ্রাহকদের কষ্ট লাঘব এবং দখলদার ইন্টারনেট ব্যবসায়ীদের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি ও সুন্দর নির্মল একটি ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দ্রুত চিহ্নিত অপরাধিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান ব্যবসায়ীরা। 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামরুল হাসান বিপু, সাহ-সভাপতি মোহাম্মদ শাজাহান, এ - ওয়ান সাইবার লিংকের মীর বরকত, এড লিংকের মোঃ নাহিদ, মোঃ সুমন, মোঃ সজিব সহ ৭৩ জন ইন্টারনেট ব্যবসায়ীবৃন্দ।