নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ সেপ্টেম্বর ২০২৫

নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লড়াইয়ে আমরা আপোষহীন ছিলাম, আছি, থাকবো : ফারহানা মানিক মুনা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লড়াইয়ে আমরা আপোষহীন ছিলাম, আছি, থাকবো : ফারহানা মানিক মুনা 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আট সেপ্টেম্বরের ফতুল্লা থানার সংগঠক, তরুণ সাংবাদিক শাহরিয়াজ শুভ্র হত্যাকাণ্ডের আট বছরকে কেন্দ্র করে শুভ্র স্মরণে মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা সঞ্চালনায় শ্রদ্ধানিবেদনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃত্ব অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদনে জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, 'সহযোদ্ধা শাহরিয়াজ শুভ্র হত্যার আট বছর পূর্ণ হলো! অথচ দীর্ঘ সময় পার হলেও এ হত্যাকাণ্ডের বিচার কার্যত স্থবির।

ছিনতাইকারীরা মাত্র ৬০০ টাকা ও একটি মোবাইল ফোনের জন্যে শুভ্রকে হত্যা করেছিল। কিন্তু আজও কোনো চার্জশীট আদালতে পেশ করা হয়নি। ছিনতারীদের সম্মুখে রাষ্ট্রের বিচারব্যবস্থার পরাজয় ঘটে। 

আমরা আশা রেখেছিলাম স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে শুভ্রদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হবে। কিন্তু তা ঘটেনি। পুরো রাষ্ট্র কাঠামোতে আজো ভর করে আছে আওয়ামী দু:শাসন। 

আমরা বিশ্বাস করি, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার যে লড়াইয়ে শুভ্ররা প্রাণ হারিয়েছেন আমরা সেই লড়াইয়ের উত্তরসূরি৷ ছাত্র ফেডারেশন এই লড়াইয়ে আপোষহীন ছিলো, আছে, আগামিতেও থাকবে। 
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন বলেন, 'অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও নারায়ণগঞ্জে শুভ্র, ত্বকী, বুলু, মিঠু, চঞ্চল, আশিকুলসহ একের পর এক হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। আমরা মনে করি, এ বিচারহীনতা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংকট।

অবিলম্বে শুভ্র হত্যাসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত সম্পন্ন করে বিচারহীনতার সংস্কৃতি ভেঙে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলাই শুভ্রদের স্মরণ-শ্রদ্ধার উপায়।'

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর সহ জেলা এবং অন্যান্য শাখার নেতা-কর্মীবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: