নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫

মাসদাইর শ্মশানের পুকুরে অবৈধ বেড়া অপসারণে জেলা প্রশাসকের নির্দেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২২, ৭ সেপ্টেম্বর ২০২৫

মাসদাইর শ্মশানের পুকুরে অবৈধ বেড়া অপসারণে জেলা প্রশাসকের নির্দেশ

নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পুকুরের অবৈধ বেড়া অপসারণের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তি ও মনির গংদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবহিত করে বলেন বিগত ৩০০ বছর যাবৎ সনাতন ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্মশানে পূর্জা অর্চণা, শবদেহ দাহ, দাহের পর নাভি পুকুরে বিসর্জন দেওয়ার ধর্মীয় রীতি নির্বিঘ্নে পালন করে আসছেন।

কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবৎ জনৈক মনির গং পুকুরের মালিকানা দাবি করে। দেশের জলাশয় ভরাট আইন অমান্য করে পুকুর ভরাট, বসতি নির্মাণ করে ভাড়া আদায় করছেন।

সর্বশেষ গত ০২/০৯/২৫ইং তারিখ শ্মশানের চুলা সংলগ্ন এলাকার পিছনের পুকুরে বেড়া নির্মাণ করায় শবদেহ দাহ করার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অথচ এই পুকুরের ব্যাপারে এশটি মামলা বিচারাধীন আছে এবং উল্লেখিত পুকুরটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে অধিগ্রহনের প্রক্রিয়া চলমান আছে।

বিষয়টি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন সংবাদপত্রেবিবৃতি প্রদান করে ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে এবং পুকুর পূর্বেও অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।

জেলা প্রশাসক উভয় পক্ষের আলোচনা অত্যন্ত মনযোগ সহকারে শোনেনএবং আগামীকালের মধ্যে শ্মশানের পিছনের পুকুরের বেড়া অপসারনের নির্দেশ দেন এবং মনির গং নির্দেশ মানার সম্মতি প্রদান করেনএবং জেলা প্রশাসক মহোদয় অধিগ্রহন প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ^াস দেন।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত ছিলেন। সনাতনী সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ কান্তি সাহা, শ্মশান উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, নারায়ণ চন্দ্র দেব, শংকর সাহা, সুজন সাহা, তারাপদ আচার্য্য, ভবানী শংকর রায়, লিটন পাল, হিমাদ্রি সাহা, এড.রাজিব মন্ডল, আশীষ দাস, প্রদীপ দাস, অভয় রায়, প্রদীপ সরকার, কিশোর দাস, সৌরভ সাহা, সুজন দাস, সুব্রত সাহা, কার্তিক ঘোষ, পূরবী মজুমদার, আনন্দ সেরওয়াগী, গোবিন্দ ঘোষ, সমীর কর্মকার, কানাই সাহা, খোকন সাহা, নয়ন সাহা, ঋষিকেশ মন্ডল, শিবু দাস প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: