নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে গণসংযোগে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মত।
বুধবার বাবুলের পক্ষে গণসংযোগে রাস্তায় নামেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্ ও ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ।
বেলা ৩ টায় মিশনপাড়া মোড় থেকে কয়েকশত সমর্থক ও শুভানুধ্যায়ী নিয়ে ডন চেম্বার, খানপুর, বৌ-বাজার, খানপুর মেইন রোড, ব্রাঞ্চ রোড, নগর খানপুর, মোকারবা রোড, তল্লা, সর্দার পাড়া, ব্যাংক কলোনী, রামবাবুর পুকুর পাড়, চাষাড়া পর্যন্ত লিফলেট বিতরণ ও পথসভা করেন তারা।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ এবং সালাম পৌঁছে দেয়া হয়।
খানপুর বৌ-বাজার এলাকায় পথসভাকালে সাধারণ মানুষের সামনে ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরে নারায়নগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি।
তারুণ্যের প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই জনসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আবু জাফর আহমেদ বাবুল ভাই একজন ক্লিন ইমেজের ব্যক্তিত্বের অধিকারী, সৎ ও সাদা মনের মানুষ। তিনি সবসময় আপনাদের পাশে আছেন, আপনারাও দোয়া ও সমর্থন দিয়ে সবসময় তার পাশে থাকবেন।
এসময় আশে পাশের দোকানপাট ও বাসাবাড়ি থেকে স্লোগানের সাথে সাথে হাত নেড়ে উৎসাহ দিতে দেখা যায়।
গণসংযোগের সমাপনী বক্তব্যে ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বলেন, বাবুল ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ও নির্দেশনায় আমরা ৩১ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, জনগণকে এই বিষয়ে সচেতন করছি। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা তা অবশ্যই প্রতিষ্ঠিত করতে পারব বলে আমি বিশ্বাস করি।
এসময় আরো উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, ১২ নং ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মামুন, ১৪ নং ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সভাপতি জিসান সুরাইয়া, মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরি সহ আরো অনেকে।


































