নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান (৭০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশর আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।
এক শোক বার্তায় আনিসুল ইসলাম সানি জানান, মরহুমার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য মরহুমা মৌলুদা খান বুধবার দুপুরে দীর্ঘ একমাস অসুস্থ্য থাকার পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে তার স্বামী আয়কর আইনজীবি ওসমান গনি ও দুই পুত্র শিবলী সাদিক ও আহসান সাদিক সহ অসংখ্য আত্মিয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


































