ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মাশুকুল ইসলাম রাজিবের নির্দেশনায় ফতুল্লা ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রুহুল আমিনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণাও চালান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, বাধন মজুমদার, মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল, আলামিন প্রমুখ।


































