নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ২৯ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি

ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করা  হয়েছে।  

এ ঘটনায় ডিস ব্যাবসায়ী নুর মোহাম্মদ (৪২), বাদী  হয়ে নবীনগর এলাকার আব্দুল খালেক এর ছেলে জসিম (৪১), মুসলীম নগর এলাকার নাছিরের ছেলে মোক্তার (৪০), ডালীপাড়া এলাকার সোহেল (৪৩),সহ অজ্ঞাত নামা ৮/১০  বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে সূত্রে জানা যায়,ফকির চান বেপারী ছেলে নুর মোহাম্মদ পেশায় একজন ডিস ব্যাবসায়ি। দীর্ঘ কয়োক বছর যাবত তিনি  নবীনগর এলাকায় ডিস ব্যাবসা পরিচালনা করিয়া আসিতেছে।

অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বিগত দিনে তারা বেশ কয়েক বার ব্যবসায়ী নূর মোহাম্মদ এর ডিস লাইনের তার কেটে এবং মেশিন চুরি করে নিয়ে  ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করে।

বিবাদীদের এমন কর্মকান্ডের কারন জিজ্ঞেস করিলে তাহারা ব্যবসায়ী নূর মোহাম্মদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং  তার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে। গত ২৮ অক্টোবর  বিবাদীদ্বয় ব্যবসায়ির ব্যাক্তিগত মোবাইল ফোনে কল দিয়া দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। 

তিনি চাঁদা দিতে অপকরতা প্রকাশ করলে তাকে হুমকি প্রদান করে যে, টাকা না দিলে এই এলাকায় ব্যাবসা করিতে পারবি না।

পরের দিন ২৯ অক্টোবর সকাল ১১ টার দিকে উক্ত বিবাদীরা ব্যবসায়ী নূর মোহাম্মদের কর্মচারী মোঃ রাকিব, মোঃ রিফাত কে নবীনগর নামক স্থানে গতিরোধ করে অকারনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

এ সময় তারা গালিগালাজ করিতে নিষেধ করিলে উক্ত বিবাদীরা তাদের মারধর করিয়া নীল ফোলা জখম করে করে এবং এই মর্মে হুমকি প্রদান করে যে, টাকা না দিলে আমাকে ও আমার কর্মচারীদের প্রানে মারিয়া ফেলিবে। 

এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক  (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।