নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

শহরে রেল লাইনের উপরে আটকা পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৮, ২৭ ডিসেম্বর ২০২১

শহরে রেল লাইনের উপরে আটকা পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জ শহরে রেল লাইনের উপরে যানজটে আটকে থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১১-৪৩৭৪) ট্রেনের ধাক্কার ঘটনায় পা কাটা শিশুটি মারা গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ জনে। এর আগে ঘটনান্থলেই ২ জন নিহত হয়। তবে নিহতদের কারো পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 


এদিকে এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন । এদের মধ্যে ৯ জনকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের মধ্যে রুহুল মিয়া, কাদের মোল্লা (৩৫), মিজান মিয়া (৬৫), মনা, মনির হোসেন (২৬), ও  শাকিল (১২) এর নাম জানা গেছে। 


ঢামেক হাসপাতালে পাঠানো প্রত্যেকের শরীরের বিভিন্ন অঙ্গে গুরতর জখম রয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগে আমেনা আক্তার (৪০) নামে এক নারী চিকিৎসাধীন রয়েছে। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের অনেকে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়। 


রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের ১ নং রেলগেটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে হতাহতদের উদ্ধারসহ ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধারে তৎপরতা শুরু করেন। 


এদিকে প্রত্যক্ষদর্শীরা সংশ্লিষ্ট গেটম্যানের অসর্তকতায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন। তারা বলছেন, বাসটি পূর্বের থেকে সিগন্যাল দিলে এই দুর্ঘটনা ঘটতো না। 


প্রত্যক্ষদর্শী জানায়, ১নং রেল গেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। ওই সময়ে ট্রেন ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। তবে ট্রেনের চালক ট্রেনটিকে থামাতে সর্বস্ব চেষ্টা করেছেন। না হলে দূর্ঘটনার বিষয়টি আরো বড় হতো।   দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।


ওই সময় ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার হামিদুর রহমান রহমান জানান, উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। 


নারায়ণগঞ্জ রেল ষ্টেশনের সহকারি স্টেশন মাষ্টার সি এম আক্তার হায়দার জানান, ৫টা ২০ মিনিটে ট্রেনটি (ট্রেন নং-৯৩০) ঢাকা থেকে ছেড়ে এসে ৬টা ৫ মিনিটে নারায়ণগঞ্জে দূর্ঘটনার স্বীকার হয়। । কিভাবে দূর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে। 


 

সম্পর্কিত বিষয়: