নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই, আক্রান্ত আরও ১৭

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৬, ১ মার্চ ২০২২

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই, আক্রান্ত আরও ১৭

প্রাণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলায় ৪০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১৭ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ২৭৩ জন। সুস্থ হয়েছে ২৯ হাজার ৬৮৮ জন।  এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫০ জনের।

 

 মঙ্গলবার (১ মার্চ) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।


 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৮২ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৫৯ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪১ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩২ জন।