নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪

নাসিক ৬ নং ওয়ার্ডে শামীম ওসমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২১, ২৪ ডিসেম্বর ২০২৩

নাসিক ৬ নং ওয়ার্ডে শামীম ওসমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক করেছে গোদনাইল বাগপাড়া বুথ কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।


রবিবার (২৪ ডিসেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।


সফুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় বাগপাড়া বুথ কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মেহেদীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।


এসময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, গোদনাইল বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইয়াকুব আলী, নাসিক ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ দেলোয়ার হোসেন, নাসিক ১০নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী সাইজ উদ্দিন মাদবর, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ  ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, নুরুল হক প্রধান, হাজী বাচ্চু মিয়া, মাসুদ পারভেজ, সফুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় বাগপাড়া বুথ কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সাব্বীর আহম্মদ প্রধান, যুগ্ম আহবায়ক প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, যুগ্ম আহবায়ক হাজী ফারুক হোসেন, গোদনাইল  পদ্মা ডিপো ট্যাংকলরী কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: রাজিব হাসান, বাংলাদেশ ট্যাংকলরী পদ্মা ডিপো টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: নাজিম, সাংগঠনিক সম্পাদক সেন্টু প্রধান প্রমুখ। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান মতি বলেন, নৌকা মানেই উন্নয়ন,এটা আপনাদের মনে রাখতে হবে দীর্ঘদিন এই সরকার ক্ষমতায় থাকার কারণে মানুষ অনেক উপকৃত, প্রচুর উন্নয়ন হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও আমাদের নেতা একেএম শামীম ওসমান শামীম ভাইকে জয়ী করতে হবে। তাই ৭ জানুয়ারী সবাই নিজ নিজ দায়িত্বে কেন্দ্র এসে ভোট দিয়ে যাবেন।