ফতুল্লা ইউনিয়নের পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফায়জুল ইসলাম বলেছেন, সাংবাদিকদের সহযোগীতা নিয়ে ফতুল্লা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। শনিবার রাতে ফতুল্লা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রয়াত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন ভাইয়ের জায়গা পূরণ করা সম্ভব নয়, তবে ওনার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো যেন সঠিক সময়ে, সঠিক ভাবে সম্পন্ন করতে পারি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী প্রয়োজন। তিনি সাংবাদিকসহ ফতুল্লাবাসীর সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,দপ্তর সম্পাদক বদিউজ্জামান,প্রচার সম্পাদক মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক প ম আজিজ, সদস্য মোঃ রাশেদ, মোঃ সেলিম, রাকিব চৌধুরী শিশির,এম এ সুমন,জসিম উদ্দিন, সোহেল রানা প্রমুখ।