নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

২৭ জুলাই মুসাপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ২৭ জুন ২০২৪

২৭ জুলাই মুসাপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন

অবশেষে মুসাপুর ইউনিয়ন পরিষদের (শূণ্য) চেয়ারম্যান পদের জন্য উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত নির্দেশণা এবং একই তারিখে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারীকৃত গণবিজ্ঞপ্তি’র প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি এর ১০ অনুসারে আগামী ২৭ জুলাই মুসাপুর ইউনিয়ন পরিষদের (শূণ্য) চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে ইভিএম এর মাধ্যমে বিষয়টিও উল্লেখ করা হয়। 

এছাড়া ৪ জুলাই নির্বাচনের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল,৫ জুলাই যাচাই-বাছাই, ৬ থেকে ৮ জুলাই আপত্তি বা আপিল,৯ জুলাই আপিল নিস্পত্তি, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১১ জুলাই প্রতীক বরাদ্ধের দিন ধার্য্য করা হয়েছে।

২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের কথা বলা হয়েছে বলে গণমাধ্যমকে লিখিত আকারে জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার তথা মুসাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ২০২৪ এর রিটার্নি অফিসার রিয়াজ আহমেদ।