ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, কোম্পানি কমান্ডার, র্যাব-১১. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর. জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


































