নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

ফতুল্লা ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীরা অবরুদ্ধ করল প্রিজাইডিং কর্মকর্তাদের

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:২১, ২৭ ডিসেম্বর ২০২১

ফতুল্লা ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীরা অবরুদ্ধ করল প্রিজাইডিং কর্মকর্তাদের

ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩  নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডে পরাজিত প্রার্থীরা প্রিজাইডিং কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে সংবাদ পেয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। এ সময় পুলিশ, র‌্যাব ও বিজিবি লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 


তথ্যমতে, ফতুল্লা ৪ নং ওয়ার্ডে পরাজিত প্রার্থী পারভেজ পৌষাপুকুরপাড় ফোরকান মাদ্রাসা ভোট কেন্দ্রে থাকা প্রিজাইডিং কর্মকর্তা সহ নিরাপত্তার দ্ধায়িত্বে থাকা আনসার সদস্যদের একটি কক্ষে  তালা মেরে অবরুদ্ধ করে রাখে।

 

পরে জরুরী সেবা ৯৯৯-এ সংবাদ  পেয়ে  আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তালা ভেঙ্গে তাদের কে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় পরাজিত প্রার্থী পারভেজ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


অপরদিকে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাপা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরাজিত মেম্বার প্রার্থী সোহেল, শাহীন, শামীম ও সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিউটি আক্তার, দোলন, জুয়েল আরমানসহ তাদের সমর্থকরা প্রিজাইডিং কর্মকর্তা ও  আনসার সদস্যদেরকে অবরুদ্ধ করে রাখে।

 

পরে  সংবাদ পেয়ে  ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনাস্থলে গেলে পরাজিত প্রার্থী ও সমর্থকরা স্কুলের প্রধান ফকটে তালা মেরে দেয়। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে অবরুদ্ধ প্রিজাইডিং কর্মকর্তাকে উদ্ধার করে।


এব্যাপরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার খবরে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।