নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ মে ২০২৪

চর সৈয়দপুরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীর ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫২, ১৪ মে ২০২৩

চর সৈয়দপুরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীর ১০ বছরের কারাদণ্ড

সদর উপজেলার চর সৈয়দপুরে স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করে হত্যার দায়ে ঘাতক স্বামী নূর মোহাম্মদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আদালত আসামিকে ৫০ হাজার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।


রোববার (১৪ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি নাম নূর মোহাম্মদ গোপচর এলাকার ওদু মিয়ার ছেলে।


কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০০৯ সালের ২৭ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী শাহানাজ বেগমকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে স্বামী নূর মোহাম্মদ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৩১ মে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  


পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আদালত ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।