নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

ফতুল্লায় স্ত্রীর বড় ভাই হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১০, ১৪ জুলাই ২০২৫

ফতুল্লায় স্ত্রীর বড় ভাই হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ফতুল্লায় স্ত্রীর বড় ভাইকে হত্যায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, আল আমিনকে (২৮)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে। অপরদিকে নিহতের নাম হাশেম মোল্লা। তিনি একই এলাকার নূর হোসেনের ছেলে। তিনি আল আমিনের স্ত্রীর বড় ভাই।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউন খান বলেন, হাশেম মোল্লার ছোট বোন পুষ্পা আক্তারের সঙ্গে একই এলাকার আল আমিনের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় পুষ্পা আক্তারকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে।

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৬ জুলাই রাতে আল আমিন স্ত্রীকে মারধর করলে বড় ভাই হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আলামিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের হলে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।