নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক প্রকাশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৭, ২৩ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক প্রকাশ

খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার এবং বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায়, ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াতদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা বলেন, খ্যাতিমান এই সাংবাদিকগণ সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন।

সাংবাদিকতা পেশায় অনেকের নিকট তাঁরা ছিলেন অনুসরণীয় ব্যক্তিত্ব। তাঁদের মৃত্যুতে দেশের গণমাধ্যমের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।