নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৪ মে ২০২৫

রূপগঞ্জে বিএনপির কর্মী সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৭, ১৩ অক্টোবর ২০২৩

রূপগঞ্জে বিএনপির কর্মী সভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধাক সরকারের অধীনে নির্বাচন এক দফা দাবি আদায়ের লক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কুলিয়াদী এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 


রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তাজ উদ্দিন রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, আজিজ মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদকজ শফিকুল ইসলাম ভূইয়া,  আব্দুস সালাম রাজ, হোসেন মুন্সী, মামুন রাজ।


এছাড়াও কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রুবেল, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, মহিলা দলের নেত্রী নাসরিন মেম্বার প্রমুখ।