নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ ইউনিটের বিনম্র শ্রদ্ধা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ভাষা শহীদদের প্রতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ ইউনিটের বিনম্র শ্রদ্ধা 

যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা ইউনিট’ কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা ইউনিট’ কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ হুমায়ূন কবির এর সার্বিক সঞ্চালনায় ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা ইউনিট”র সভাপতি মোঃ আসাদ উল্লাহ আসাদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, সহ-সভাপতি একে পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ নাদিম আহম্মেদ ও সুমি আহমেদ, নাছিমা আক্তার, শিলা, ঝর্না আক্তার, মো: বাদল, আব্দুল্লাহ প্রধান (ঝন্টু), মোঃ কামাল হোসেন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা সন্তানরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী সকলের এবং মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়, জাতির শান্তি ও সমৃদ্ধি অগ্রগতি কামনা প্রার্থনা করেন।