ফতুল্লায় "লালপুর-পৌষাপুকুর পাড়" পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে এলাকাবাসীর উদ্দেগ্যে আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদ্য গঠনকৃত পঞ্চায়েত কমিটির উপদেস্টা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বিশেষ অতিথথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন।
এ সময় কমিটিতে স্থান পাওয়া সকলকে পরিচিত করে দেওয়া হয়। কমিটিতে মোঃ মুসলিম উদ্দিন (মুসা) কে সভাপতি ও আব্দুল বারী কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পৌষাপুকুর বাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই এলাকার সবচাইতে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। যারা বিগত দিনগুলোতো জনপ্রতিনিধি এবং দ্ধায়িত্বে ছিলেন তারা কোন কাজ করেনি।
সাবেক সাংসদ মঞ্চে জলাবদ্ধতা নিরসনে অনেক বড় বড় কথা বলেছেন কিন্ত কার্যক্ষেত্রে জলাবদ্ধতা নিরসনে কোন কাজই করেনি। তিনি বলেন আমরা আগামীতে জলাবদ্ধতা নিয়ে সকলকে নিয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, আজ কমিটি হয়েছে অতিতের মতো কমিটি গঠনের পর বাসায় গিয়ে ঘুমিয়ে পরবেন না। সবার সাথে মিলেমিশে কাজ করবেন। তাহলে দেখবেন কিশোর গ্যাং, মাদক,ছিনতাই, ইভটিজিং,চাঁদাবাজীর মতো অপরাধ নির্মূল হবে।
এছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবু,বাবুল হোসেন চাকলাদার, সহ,-সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ,আব্দুল মান্নান,জুয়েল ব্যাপারী, সামছুল ইসলাম সামছু, নাঈম, শামীম,আসলাম, আক্তার প্রমূখ।