
বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ শাহিন হোসেন, মোঃ মিজানুর রহমান, সাঈদ আহম্মেদ স্বপন ও মোঃ সাইফুল ইসলাম হিরুকে সংবর্ধনা দিয়েছেন ৫২নং নয়ামাটি মার্কেট ব্যবসায়ীরা।
গতকাল সোমবার ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ৫২নং নয়ামাটি মার্কেটের ব্যবসায়ী ও হোসিয়ারি মালিকরা তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নির্বাচিত পরিচালক হাজী মোঃ শাহিন হোসেন বলেন, হোসিয়ারি মালিকদের ভোটে বদু প্যানেল জয়যুক্ত হয়েছে। হোসিয়ারি শিল্পকে আরো উন্নত ও ব্যবসায়ীমুখি করার সকল উদ্দ্যোগ গ্রহণ করা হবে। দ্রুত সময়ে বেয়ারা নির্বাচনের মাধ্যমে হোসিয়ারি সমিতি কার্যকরি কমিটি দায়িত্ব শুরু করতে যাচ্ছে। হোসিয়ারি মালিকদের পরামর্শ নিয়ে ওয়াদা পূরণ থাকবে আমাদের প্রধান কাজ।
নির্বাচিত পরিচালক সাঈদ আহম্মেদ স্বপন বলেন, হোসিয়ারি মালিকদের বার বার ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব বেড়ে গেছে। হোসিয়ারি মালিকদের যে কোন প্রয়োজনে আমি পাশে থাকবো।
এদিকে সবোচ্চ ভোটে নির্বাচিত পরিচালক মিজানুর রহমান জানান, হোসিয়ারি মালিকদের আমাকে যে রায় দিছে-সেগুলো বাস্তবায়ন করা আমার প্রধান কাজ।
অন্যদিকে এসোসিয়েট গ্রুপের সবোচ্চ ভোটে নির্বাচিত পরিচালক মোঃ সাইফুল ইসলাম হিরু বলেছেন, ভোটে হোসিয়ারি মালিকদের যে ভালোবাসা পেয়েছি, আমি সকলের চির ঋণী হয়ে পড়েছি। মহান আল্লাহ উপর ভরসা রেখে আগামী দিনে হোসিয়ারি শিল্পকে গতিশীল করার লক্ষ্যে দায়িত্ব পালন করে যাবো।