
আড়াইহাজার থানা পুলিশ রবিবার (৪ মে) গভীর রাতে ৩জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ শিকদারের ছেলে রুবেল শিকদারকে (২৯) অপহরণ করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্ডা পূর্বপাড়া এলাকার সুলাইমানের ছেলে সবুজ মিয়া (২৭), একই এলাকার আবুল হোসেনের ছেলে পাপ্পু (২৪), আব্দুল কাদিরের ছেলে মাসুদ মিয়াসহ আরো ৩-৪জন রুবেল শিকদারকে অপহরণ করে।
পরে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আটক রেখে অপহরণকারীরা ৩০ হাজার টাকা, একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুটে নেয়। পরে মারধর করে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের অজ বাংলা কারখানার সামনে ফেলে দেয়। আশপাশের লোকজন রুবেল শিকদারের চিৎকার শুনে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, অপহরণের ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে। ওই ঘটনায় রুবেল শিকদার, সবুজ মিয়া ও পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পাপ্পুর বিরুদ্ধে রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাইদুল ইসলামকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।