নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ মে ২০২৫

বন্দরে শ্রমিক হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ৫ মে ২০২৫

বন্দরে শ্রমিক হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সালাউদ্দিন (৩৮) নামে এক স্ট্রিল মিলের শ্রমিককে হত্যার চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক বাদী হয়ে হামলাকারি মা ও সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।  এর আগে বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার জজ মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া তার মায়ের পৈত্রিক সম্পত্তি সাড়ে ৮ শতাংশ বসত বাড়ি প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে ভোগদখলে রয়েছে।

এ নিয়ে একই এলাকার মৃত হানিফ মিয়ার  স্ত্রী তারেই খালা হালিমা বেগম ও তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এর ধারাবাহিকতা বুধবার দুপুর ১টায় পাষান্ড খালা হালিমা বেগম হুকুমে তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিন বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে সালাউদ্দিনকে হত্যার চেষ্টা চালায়।

ওই সময় সালাউদ্দিন মিয়ার বড় খালা ফাতেমা বেগম  বাধা দিলে সন্ত্রাসী ভাগ্নিা মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে হত্যার উদ্দেশ্য বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে নিলাফুলা জখম করে পালিয়ে যায়।
 

সম্পর্কিত বিষয়: