
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- জেলার সদর থানার খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই থানার গোপালের সজীব (২৩)। তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।
রবিবার (৫ মে) রাত সাড়ে ৩ টার সময় নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকায় পুলিশ রাউন্ড ডিউটি করাকালীন সময়ে আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্যে থামানোর চেষ্টা করে। তখন তারা পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করেন। একপর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় ধরতে সক্ষম হন।
স্থানীয় সুত্রে জানা গেছে, আটকরা নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচয়। তারা আজমেরীর ছত্রছায়া থেকে খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। আমরা তাদের বিষয়ে আরও খোঁজ নিচ্ছি।