নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ মে ২০২৫

বন্দরে গ্রাইন্ডিং মেশিনের আঘাতে স্কুল মালির মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫০, ৫ মে ২০২৫

বন্দরে গ্রাইন্ডিং মেশিনের আঘাতে স্কুল মালির মৃত্যু

বন্দরে রেক তৈরির কাজ করার সময়  গ্রাইন্ডিং মেশিনের আঘাতে ডেভিড ম্রং (৪০) নামে এক স্কুল কর্মচারির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত রোববার (৪ মে) বিকেলে স্কুল ছুটির পর তিনি রান্না ঘরে গ্রাইন্ডিং মেশিনে রেক তৈরির কাজ করার সময় এ র্দূঘটনাটি ঘটে।

নিহত ডেভিড ম্রং সুদূর নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বিরিসিরির কনিকা গ্রামের মৃত দীলিপ রেমার ছেলে। তিনি ২৪ নং ওয়ার্ড বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকার নাজিমউদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ে মালি হিসেবে কাজ করতেন।

বিদ্যালয়ের কর্মচারি রিপন মিয়া জানান, ডেভিড ম্রং নাজিমউদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়ে মালির কাজ করতেন। গত  রোববার (৪ মে) বিকেলে স্কুল ছুটির পর তিনি রান্না ঘরে গ্রাইন্ডিং মেশিনে রেক তৈরির কাজ করছিলেন।

এ সময় হঠাৎ অসাবধানতা বশত গ্রাইন্ডিং মেশিনটি তার হাত ফসকে পড়ে যায়। এ সময় ঘুর্ণায়মান মেশিনের সুচালো অংশ লেগে তার হাত ও পেট কেটে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: