
তাহমিদ আলম সাফিন এবারের দাখিল পরীক্ষায় দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে।
তার বাবার নাম কামরুল আলম ভুইয়া ও মায়ের নাম নুরুন্নাহার আক্তার। সাফিন বড় আলেম হয়ে দেশও দশের সেবা করতে চায়।
সাফিন আড়াইহাজার উপজেলার কড়ইতলা ইসলাম পুর গ্রামের বাসিন্দা মরহুম সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের নাতী এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর ভাগিনা। সাফিন সকলের দোয়া কামনা করেন।